পেকুয়ায় দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন

দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকা পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কক্সবাজার জেলার পেকুয়ায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুর ১২ টার দিকে পেকুয়া উপজেলা সদরের চৌমুহুনীস্থ রহিম কার্ডিয়াক সেন্টার মিলনায়তনে দেশ রুপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি মুহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাংবাদিক এফ এম সুমন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজিজ, অনুষ্টানের উদ্বোধক ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ ছফয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারান সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো: ফারুক, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আজম খান, সাধারান সম্পাদক এস এম শাহাদাত হোসেন এমকম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল করিম রেজা, আমিনুল ইসলাম বাহার, আজিজুল হক, গোলাম রহমান, হুমায়ন কবির, পেকুয়া ব্রডব্যান্ড ইন্টারনেটের মালিক মোঃ আমিন, সংবাদকর্মী তৌহিদুল ইসলাম, মোশারফ হোসেন হৃদয়, ছাত্রলীগ নেতা তারেক মনোয়ার প্রমুখ। সভায় বক্তারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে দৈনিক দেশ রূপান্তরের ভুয়সী প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দেশ রূপান্তরের বস্তুনিষ্ট লেখনি অব্যাহত থাকবে এই আশাবাদ করেছেন বক্তারা।

এই ধরণের আরো ব্লগ
ফেসবুক